বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

ড. কামালকে নেতৃত্বে চান আসিফ নজরুল

দেশে আইনের শাসন নেই দাবি করে এই শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেনকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার সুপ্রিম কোর্টের শামছুল হক চৌধুরী হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে ‘আইনের শাসন ও গণতন্ত্র’ শীর্ষক এক মতবিনিময়ে তিনি এই কথা বলেন। সরকারের কট্টর সমালোচক বিভিন্ন দল ও পেশাজীবী নেতারা এতে অংশ দেন।

আইন বিভাগের এই অধ্যাপকের মতে, আইনের শাসন বলতে তিনটি জিনিস বোঝায়। এক. দেশ চলবে আইনের ভিত্তিতে। কিন্তু দেশে কোনো বিচার দেখছেন না তিনি।

‘আমার বিরুদ্ধে কোনো সরকারের আমলে মামলা হয় নাই, কিন্তু এই সরকার আমার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দিয়েছে। আমাদের আইন আছে কিন্তু আইন মানা হচ্ছে না।’

দ্বিতীয় যে বিষয়টির কথা আসিফ নজরুল তুলে ধরেন, সেটা হলো, জনস্বার্থে আাইনের প্রয়োগ। বলেন, ‘কিন্তু আমাদের দেশে তা নেই।’

আর শাসনের তৃতীয় ‘শর্তটি’ হচ্ছে জনগণের সম্মতিতে আইন প্রণয়ন। গত নির্বাচনে জনগণের সম্মতি ছিল না বলে মনে করেন আসিফ নজরুল।

বলেন, ‘তাহলে এখন কীভাবে আইনের শাসন থাকে? প্রকৃত নির্বাচন না হলে বাংলাদেশে সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না।’

আইনি লড়াই করে খালেদাকে মুক্ত করুন দেখি

মতবিনিময়ে বক্তব্য দেন সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও। তিনি মনে করেন আইনি লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়।

মান্না বলেন, ‘বিএনপির নেতারা বলেন আইনের লড়াই করে বেগম জিয়াকে মক্ত করবেন, করেন দেখি?’

দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে দাবি করে সাবেক আওয়ামী লীগ নেতা বলেন, ‘তার কোনো বিচার নাই, আর বেগম জিয়ার দুই কোটি টাকায় পাঁচ বছর জেল, কী আজব দেশ!’

মান্নার মতে, দেশে আইনের শাসন নেই বলেই বেগম জিয়াকে সাজা দেয়া হয়েছে এবং এখন তার জামিন হচ্ছে না।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন গণফোরাম সভাপতি কামাল হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপিপন্থী বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী, আইনজীবী শাহদিন মালিক প্রমুখ।

সর্বশেষ খবর

BN