বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনসহ ৫ দাবিতে ডিইউজের সমাবেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা সংশোধন, সংবাদমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়।

দাবিগুলো হলো- সাংবাদিকদের নিয়মিত বেতনভাতা না দিলে ব্যবস্থা গ্রহণ, সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ, সচিবালয়ে পেশাদার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড কমানোর সিদ্ধান্ত বাতিল ও গণমাধ্যমের সাপ্তাহিক ছুটি দুই দিন করা।

সর্বশেষ খবর

BN