বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কমলনগরে সংবাদ সম্মেলন

নিজস্ব িপ্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-১৮’ উদ্যাপন ও বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার(১৮ জুলাই) সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মৎস্য অফিস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। উপজেলা পরিষদের স্পন্দন হল রুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। এ সময় এবং সহকারি কমিশনার(ভূমি) মোঃ ইয়াছিন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুসসহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, “স্বয়ং সম্পূর্ন মাছের দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ প্রতিপাদ্য এ বছরের ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। এ সময় কমলনগর উপজেলায় র‌্যালী, শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণসহ নানা ধরনের কর্মসূচী গ্রহন করা হয়েছে।

সর্বশেষ খবর

BN