বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

গুলশানে নিহতদের প্রতি দেশবাসীর শ্রদ্ধা

pollinews logo 2
রাজধানীর গুলশানে হলি আর্টজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের সর্বস্তরের মানুষ।

সোমবার সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদনের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের মানুষ ভারাক্রান্ত হৃদয়ে শ্রদ্ধা জানান নিহতদের প্রতি।

গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে একদল অস্ত্রধারীদের হাতে দেশি-বিদেশি অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। শনিবার সকালে ২০ জনের মরদেহ ও ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করে তারা।

নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।

সর্বশেষ খবর

BN