কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগর থানা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার কমিউনিটি পুলিশ সেল ও কমলনগর থানার আয়োজনে এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির আহম্মদ। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: নাসিম মিয়া। উপস্থিত ছিলেন শ্রমিকলীগ নেতা এডভোকেট আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক আহমেদ, উপজেলা আওয়ামীল সভাপতি একেএম নুরুল আমিন মাষ্টার, সাধারন সম্পাদক এডভোটেক নুরুল আমিন রাজু, অধ্যক্ষ মো: জায়েদ হোছাইন ফারুকী, অধ্যক্ষ আবদুল মোতালেব, চেয়ারম্যান মাও. খালেদ সাইফুল্লাহ, মো: নিজাম উদ্দিন, হাজী হারুনুর রশিদ, ইউছুফ আলী মিয়া, মোশারফ হোসেন বাঘা, সাংবাদিক, গুনিজনসহ কমলনগর থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।