রবিবার, ফেব্রুয়ারি 2, 2025

কমলনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল

লক্ষ্মীপুরের কমলনগর থানায় ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ই জুন) সন্ধ্যায় কমলনগর থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন কমলনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন, কমলনগর-রামগতি সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার শাহনেওয়াজ ও সদর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার হোসেন, এ্যাডভোকেট আনোয়ারুল হক, রামগতি উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী, অধ্যক্ষ আবদুল মোতালেব, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, ফয়সল আহমেদ রতন, আবুল খায়ের, হাজী হারুনুর রশিদ, প্রেস ক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন ওসি তদন্ত আলমগীর হোসেন।

সর্বশেষ খবর

BN