সোমবার, জানুয়ারি 27, 2025

কমলনগরে লেগুনা উল্টে আহত-১৪

 

laxmipur-map
পল্লী নিউজ ডেক্স:
লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী একটি লেগুনা উল্টে চালকসহ ১৪ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার  বিকেল ৩টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের তোরাবগঞ্জ বাজারের উত্তরপাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর থেকে রামগতি গামী যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।  এতে চালকসহ ১৪জন যাত্রী আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানা উল্লাহ সানু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮-১০- ২০১৬

সর্বশেষ খবর

BN