সোমবার, জানুয়ারি 27, 2025

কমলনগরে যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

news-1
পল্লী নিউজ ডেক্স:
লক্ষ্মীপুরের জেলার কমলনগর উপজেলা যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়। বৃপস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি’র কার্যালয়ে যুবদল এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে । উপজেলা যুবদলের সভাপতি মাওলানা ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি প্রফেসর জামাল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক নুরুল হুদা চৌধুরী, গোলাম কাদের উপজেলা বিএনপি’র সহ সভাপতি। বক্তব্য রাখেন, সাহাব উদ্দিন রনি, মোসলেহ উদ্দিন, আবদুর রাজ্জাক তালুকদার, প্রফেসর ইকবাল, হেলাল উদ্দিন মেম্বার, আবছার উদ্দিন রাসেল, ছাত্র দলের সভাপতি মিলন হাওলাদার, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন হাওলাদার, হাজিরহাট ইউপি ছাত্রদলের আহবায়ক আমজাদ হোসেন আমু, সাংগঠনিক গিয়াস মাহমুদ, জাসাস জসিম উদ্দিন, বাবুলসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সাহাব উদ্দিন রনি।

বক্তারা বলেন, সাবেক ছাত্রনেতা শফিউল বারী বাবু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হওয়ায় কমলনগরে যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানান। এবং যুবদলকে আরও সাংগঠনিক ভাবে শক্তিশালী করার প্রত্যাশা ব্যাক্ত  করেন। পরে হাজিরহাট বাজারে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি আনন্দ মিছিল বের করে।

 

২৮-১০-১৬

সর্বশেষ খবর

BN