বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

কমলনগরে মাও. খালেদ সাইফুল্লা (হাতপাখা) বিজয়ী

khaled saifullah
কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
ইউপি নির্বাচন ২০১৬ ৬ষ্ঠ ধাপে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ৮নং চর কাদিরা ইউনিয়ন নির্বাচনে মাও. খালেদ সাইফুল্লা (হাতপাখা) বিজয়ী হয়েছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাতপাখা প্রতীক মাও. খালেদ সাইফুল্লাহ ৫৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদন্ধি বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীক আশরাফ উদ্দিন রাজন রাজু পেয়েছে ৪০৯০ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জাকির মাহমুদ বেসরকারী ভাবে মাও. খালেদ সাইফুল্লাকে বিজয়ী ঘোষনা করেন।

সর্বশেষ খবর

BN