শুক্রবার, জানুয়ারি 24, 2025

কমলনগরে মহিলা জামায়াতের ৮ কর্মী আটক।

index_1110245
পল্লী নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের কমলনগরে মহিলা জামায়াতের ৮ কর্মীকে আটক করেছে পুলিশ। (আজ) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চর ফলকন ইউনিয়নের মাওলানা পাড়ার ১টি বাড়ীতে গোপন বৈঠক চলাকালে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো শিউলী আক্তার (২৪) স্বামী মনির হোসেন, লুবনা আক্তার (১৮), পিতা- সাইফুল ইসলাম, মাহিনুর বেগম(২২) স্বামী নিজাম উদ্দিন, পারুল আক্তার (২২) স্বামী আবু নাসের রনি, জুলেখা বেগম(২৪) স্বামী আবদুর রহিম, নার্গিস (২০) স্বামী- শাহাদাৎ হোসেন, মারজান (২৮) স্বামী তছমিন, জাহানারা বেগম, স্বামী- মো: মাইন উদ্দিন।

কমলনগর থানার এস আই আজাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এদেরকে আটক করা হয়।

কমলনগর থানার অফিসার ইনচার্জ কবির আহাম্মদ জানান, আটকের সময় বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

BN