বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

কমলনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

কমলনগর/

banglanews24.com
banglanews24.com
লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে খাদ্যে ভেজাল ও লাইস্যান্স না থাকায় ২টি প্রতিষ্ঠানে, লেগুন ও দুই ইভটেজারের জরিামানা করেছে ভ্রাম্যমান আদালত। (আজ) রবিবার দুপুরে হাজিরহাট বাজার, লরেন্স বাজারে অভিযান পরিচালনায় একটি বেকারী ও লেগুনা এবং চর মার্টিন এলাকা থেকে ২জন ইভটেজারকে সহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।

সর্বশেষ খবর

BN