বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

কমলনগরে ভুয়া ডাক্তারের জরিমানা

laxmipur-map
কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে ভুয়া ডাক্তার, করাত কল ও মটরযানের ৬৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত । (আজ) দুপুর ১২টায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।
উপজেলার হাজিরহাট বাজারের মডার্ন মেডিটেক সেন্টারে (ভুয়া ডাক্তর) খোরশেদ আলম ডাক্তারি কোন সাটিফিকেট না থাকায় তাকে ৫০ হাজার টাকা, অনাদায়ে ১ বছর কারাদন্ড দেন। ঐ সময়ে একটি করাত কলের লাইস্যান্স না থাকায় ১০ হাজার ও ৫টি মটরযানকে ১হাজার টাকা করে জরিমানা করা হয়।

সর্বশেষ খবর

BN