পল্লী নিউজ ডেক্স:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো: জায়েদ হোছাইন ফারুকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার আহসান উল্যাহ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, মো: মাহবুবুর রহমান, মো: ইয়াছিনসহ অন্যান্য শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।
এদিকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী একই ধরনের সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফরাশগঞ্জ ফয়েজ আম আলিম মাদ্রাসা, তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজিরহাট মিল্লাত একাডেমী, পশ্চিম লরেন্স মহিলা দাখিল মাদ্রাসাসহ আরও সকল শিক্ষা প্রতিষ্ঠান।