লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করে ফেসবুকে প্রচার করায় এনায়েত হোসেন(২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ২৯ মে দুপুরে আদালতে প্রেরন করা হয়। এর আগে সকাল ১০টায় মনির হোসেন বাদী হয়ে কমলনগর থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন।
সোমবার রাতে ফজুমিয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়। এনায়েত চর পাগলা গ্রামের সাফিউল্যার ছেলে। বাদী মনির চর ঠিকা গ্রামের আনিছুল হকের ছেলে। তারা উভয়ে চর কাদিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
জানাযায়, এনায়েত হোসেন ফেসবুকে মনির হোসেনের নামে একটি ফেক আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করে ফেসবুকে প্রচার করে। এতে মনির বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।
কমলনগর থানার উপ-পুলিশ পরিদর্শক মো: জহির উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করে ফেসবুকে প্রচার করে। তথ্য প্রযুক্তি আইনে মনির বাদী হয়ে মামলা করে। কমলনগর থানার মামলা নং ১৩।