Saturday, December 20, 2025

কমলনগরে পাঁচ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরের কমলনগরের মুন্সিরহাটে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, গভীর রাতে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে মালামালসহ পাঁচটি দোকানঘর পুড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল মুন্সি।

সর্বশেষ খবর

BN