শুক্রবার, জানুয়ারি 24, 2025

কমলনগরে জাতীয় শোক দিবস পালন

IMG_20160815_102144
পল্লী নিউজ ডেক্স:
গভীর শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। (আজ) সোমবার এ উপলক্ষে সকাল ৯টায় বিশাল শোক র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এস এম সফি কামাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ রামগতি কমলনগর আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন এমপি। অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নেতা এ্যডভোকেট আনোয়ারুল হক ,উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার সফিক উদ্দিন। হাজির হাট উপকুল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো: জায়েদ হোছাইন ফারুকী, উপজেলা আ.লীগ সভাপতি মাষ্টার একেএম নুরুল আমিন, সাধারন সম্পাদক এ্যডভোকেট নুরুল আমিন রাজু। কমলনগর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ কবির আহাম্মদ, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান দের মধ্য উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন ,আবুল খায়ের ও হাজী হারুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকতা তোহিদুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন কর্মকতা ও সুধীবৃন্দ। সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সর্বশেষ খবর

BN