পল্লী নিউজ ডেক্স:
লক্ষ্মীপুরের কমলনগরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ইসলামী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (আজ) শনিবার সকালে উপজেলার হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে ওলামা, মাশায়েখ, ইমাম ও মাদ্রাসা শিক্ষকগণের সম্মিলিত উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ এম জায়েদ হোছাইন ফারুকী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রাজ্জাকুল হায়দান, ১৪ দলের জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির উপজেলা আহবায়ক অ্যাডভোকেট আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহমদ প্রমুখ।
বক্তারা সকল মসজিদ,মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জনগণকে সচেতন করে তোলার আহবান জানান আলেম সমাজকে।