সোমবার, জানুয়ারি 27, 2025

কমলনগরে ইলিশ সংরক্ষণ কার্যক্রম বিষয়ক সচতেনতা সভা

news-pic-11-10-16
পল্লী নিউজ ডেক্স:
লক্ষ্মীপুররে কমলনগরে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ কার্যক্রম বিষয়ক সচতেনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চরফলকন লুধুয়া মাছঘাট এলাকায় জেলা মৎস্য অফিস এ সচতেনতা সভার আয়োজন করে। জেলে মৎস্য র্কমর্কতা এসএম মহিব উল্যাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছলিনে, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম, কমলনগর উপজলো চেয়ারম্যান এড. সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, কমলনগর উপজেলে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান মোল্লা। কমলনগর উপজেলা সহকারি মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থতি ছিলেন শ্রমিক লীগ নেতা এড. আনোয়ারুল হক, কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন, থানা ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মোহাম্মদ কবির আহম্মেদ, চরফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ ও জেলা মৎস্যজীবি সমতিরি সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমূখ।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকা পর্যন্ত ইলিশের ভরা প্রজনন ক্ষেত্র হিসাবে নির্ধারন করেেছ সরকার। ১২ অক্টোবর থেকে ২নভম্বের পর্যন্ত ২২ দিন এ ভরা প্রজনন মৌসুমে নদীতে সকল ধরনের মাছধরা নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষে জেলা মৎস্য অফিস লিফলেট, পোস্টার ও মাইকিং করে জেলেদের উদ্বোধন করেছে। এছাড়া মাছধরা বন্ধে উপজেলার সকল বরপ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নদী সংলগ্ন খাল থেকে নৌকা বের হতে না দেওয়া, মাছঘাট এলাকায় জালানি তেল সরবরাহ বন্ধ রাখা ও নদীর মাঝে জেগে উঠা ডুবোচররে মাছঘাট গুলো বন্ধ রাখার ব্যবস্থা করা হয়েছে।

১০-১০-২০১৬ইং

সর্বশেষ খবর

BN