লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী আহাম্মদের ওপর হামলা করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন।
সোমবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ভোট চলাকালে দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিএনপি প্রার্থী আলী আহাম্মদ কেন্দ্র এলে আওয়ামী লীগ প্রার্থী ইউছুফ আলীর উপস্থিতে তার লোকজন হামলা চালিয়ে মারধর করেন।
ওই কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. মাহবুবুর রহমান পল্লীনিউজকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।