রবিবার, জানুয়ারি 26, 2025

কমলনগরে ইউএনও কে বিদায় সংবর্ধনা

news-pic-28-08-2016

পল্লী নিউজ ডেক্স:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

(আজ) বুধবার দুপুরে হাজিরহাট হামিদিয়া ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে উপজেলার মাদ্রাসা শিক্ষকবৃন্দ এ বিদায় সংবর্ধনার আয়োজন করে।

হাজিরহাট হামিদিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও. জায়েদ হোছাইন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, হাজিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুনুর সেলিম,মাতাব্বরনগর মাদ্রাসার অ্ধ্যক্ষ মো: আলী হোসাইন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার আলতাফ হোসেন, কাদিরপন্ডিতেরহাট মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুন্নবী,  চরফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. হাবিব উল্যাহ বাহার, কমলণগর প্রেস ক্লাব সাধারন সম্পাদক ও শিক্ষক মো: ওয়াজি উল্যাহ জুয়েল, স্থানীয় সাংবাদিক, উপজেলার সকল মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

BN