সোমবার, জানুয়ারি 27, 2025

কমলনগরে ইউএনও’র হস্তক্ষেপে ৬ষ্ট শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

index_1110245
পল্লী নিউজ ডেক্স:
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মোল্লার হস্তক্ষেপে ৬ষ্ট শ্রেণীর ছাত্রী বাল্য বিবাহ বন্ধ হয়েছে। (আজ) বুধবার দুপুর ১টায় চর কাদিরা ইউনিয়নের চর বসু এলাকায় ৬ষ্ট শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ অনুষ্ঠানের খবর পেয়ে প্রশাসন পাটিয়ে তা বন্ধ করে দেন। শিউলী আক্তার (১২) চর বসু এলাকার মো: সিরাজ মুহুরীর মেয়ে ও চর বসু এসসিডিপি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী। মো: সিরাজ মুহুরী মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুছলেকা দেন।

১৯-১০-২০১৬

সর্বশেষ খবর

BN