বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

কমলনগরের হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজে নবীনবরণ

Kamalnagar  Pic-10-07-16
কমলনগর(লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান রোববার (১০ জুলাই) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা এ্যাডভোকেট আনোয়ারুল হক ও হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোছাইন ফারুকী।
কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হুজ্জাত উল্যাহ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, কলেজ গভর্নিং বডি’র সদস্য নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক নুরুল করিম আজাদ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক লোকমান হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার ও বাংলা বিভাগের প্রভাষক মাইন উদ্দিন চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর

BN