বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

ঐক্য পরিষদের ঢাকামুখী রোডমার্চ ৬-৭ জানুয়ারি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃত্বাধীন সংখ্যালঘু ঐক্য মোর্চা ৬ ও ৭ জানুয়ারি ঢাকামুখী রোডমার্চ করবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সরকারি দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে এ রোডমার্চ হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, আগামীকাল চট্টগ্রামে ‘চল চল ঢাকায় চল, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কর’- এ স্লোগানে রোডমার্চের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। ৭ জানুয়ারি সারাদেশ থেকে আসা সমর্থকরা ঢাকার শাহবাগ চত্বরে জড়ো হবেন। পরে পদযাত্রা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সংখ্যালঘু ঐক্য মোর্চার সমন্বয়ক আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে চলতি বছরের শুরু থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এ আন্দোলনের চতুর্থ পর্যায়ে সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকামুখী রোডমার্চ আয়োজিত হবে। তিনি বলেন, ২০২৪ সালের প্রথম দিকে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে ‘খেলা হবে’ বলে একটি ধ্বনি প্রধান দলগুলোর মধ্যে বারবার উচ্চারিত হতে দেখা যাচ্ছে। এ ধ্বনি এ দেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের শঙ্কিত করে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, প্রেসিডিয়াম সদস্য আইনজীবী সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব, রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, উত্তম চক্রবর্তী এবং সুপ্রিয়া ভট্টাচার্য।

সর্বশেষ খবর

BN