শুক্রবার, জানুয়ারি 24, 2025

এস কে সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

ঢাকা: দুর্নীতির অভিযোগ এনে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সোমবার (০১ অক্টোবর) বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্নীতির অভিযোগ এনে গত ২৭ সেপ্টেম্বর রাতে মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর – ৪৯।

সর্বশেষ খবর

BN