Wednesday, October 22, 2025

আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থী সরব, প্রচারে নেই অন্যরা

খুলনার ছয় আসনে আট দিন ধরে নির্বাচনী প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর অধিকাংশই মূলত আওয়ামী লীগ নেতা। তবে প্রচারে এখনও দেখা মেলেনি জাতীয় পার্টিসহ (জাপা) ৯ দলের ২২ প্রার্থীর। এমনকি নির্বাচনী এলাকায় তাদের পোস্টার ও মাইকিং নেই। এ অবস্থায় অসম লড়াইয়ের ভোটে সাধারণ ভোটারদের আগ্রহ কম।

জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন, তাদের প্রত্যাশা ছিল, খুলনার অন্তত একটি আসন জাপাকে ছেড়ে দেবে আওয়ামী লীগ। কিন্তু তা দেয়নি। মূলত সেই ক্ষোভ থেকে তারা প্রচারে নামছে না।

সর্বশেষ খবর

BN