বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

আর্থিক প্রতিষ্ঠানেও কিস্তির অর্ধেক পরিশোধে খেলাপি হবে না

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও ঋণ পরিশোধে ছাড় দিল বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে একজন ঋণ গ্রহীতার যে পরিমাণ পরিশোধ করার কথা কেউ তার ৫০ শতাংশ পরিশোধ করলে আর খেলাপি করা যাবে না। গত সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত ঋণের ক্ষেত্রে এ সুবিধা দেওয়া যাবে।

আজ বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের যে সকল মেয়াদি ঋণ সেপ্টেম্বর পর্যন্ত অশ্রেণিকৃত ছিল অক্টোবর-ডিসেম্বর সময়ে প্রদেয় কিস্তির ন্যূনতম ৫০ শতাংশ পরিশোধ করলে আর খলাপি করা যাবে না। অপরিশোধিত কিস্তির বাকি অংশ বিদ্যমান ঋণের পূর্বনির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরবর্তী এক বছরের মধ্যে সমান কিস্তিতে পরিশোধ করতে হবে।
তবে আর্থিক প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এক বছর সময়কে বিবেচনায় নিয়ে কিস্তি পুনঃনির্ধারণপূর্বক নতুন সূচি অনুযায়ী আদায় করা যাবে। নির্দেশনার আলোকে ঋণ পরিশোধে ব্যর্থ হলে যথানিয়মে খেলাপির আওতাভুক্ত হবে।

এ সার্কুলারের মাধ্যমে সুবিধা পাওয়া মেয়াদি ঋণের ক্ষেত্রে বর্ধিত সময়ের জন্য কোনো ধরনের দণ্ড সুদ বা অতিরিক্ত ফি আরোপ করা যাবে না। ইতিমধ্যে পুনঃতফসিল বা পুনর্গঠনের মাধ্যমে সেপ্টেম্বর পর্যন্ত অশ্রেণিকৃত হিসেবে প্রদর্শিত মেয়াদি ঋণের ক্ষেত্রেও এ সুবিধা দেওয়া যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ঋণগ্রহীতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বিরূপভাবে প্রভাবিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যমান পরিশোধ সূচি অনুযায়ী ঋণের কিস্তি আদায়ে কিছু-কিছু ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। বর্ণিত প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্থ গ্রাহকের ঋণ পরিশোধ সহজ করার মাধ্যমে চলমান অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখা এবং ব্যবসাবাণিজ্যে নেতিবাচক প্রভাব কমাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

BN