আড়াই মাস পর আজ বৃহস্পতিবার খুলছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। এদিন কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।
আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন করবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে বক্তব্য রাখবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এ ছাড়া সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন।
দলের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দুই মাস ১৪ দিন পর খুলছে কার্যালয়টি। একদফা আন্দোলনের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। ওই মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটি। এরপর থেকেই দলীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে।