ঢাকা:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (১২ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি।
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী দলটির প্রার্থীরা। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলন করবেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।’
এদিকে দলীয় সূত্র বলছে, পাঁচ হাজার টাকা ফি জমা দিয়ে মনোনয়ন ফরম পাওয়া যাবে। তবে ফরম জমা দেওয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে।
এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
প্রায় একই সময়ে গুলশানে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটও।