লক্ষ্মীপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াতের মহিলা সংস্থার নেত্রী শিরিন আক্তারসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮ টার দিকে পৌর শহরের মুক্তিগঞ্জের একটি নির্মানাধীন ভবনের ছাদ থেকে তাদের আটক করা হয়। এসময় সাইয়েদ আবুল আলা মওদুদীর বইসহ সংগঠনটির ৫ টি বই ও একটি ডায়রী জব্দ করা হয়েছে। আটককৃত শিরিন আক্তার জামায়াতের মহিলা সংস্থার সদর উপজেলার সভানেত্রী বলে পুলিশ জানায়। অপর আটককৃতরা হলেন, নাছিমা বেগম,পপি বেগম, কহিনুর, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া বেগম, শিরীন, পারভীন সুলতানা, ফেরদৌসী, রুনু, তাজকিয়া ও কুলছুম। এরা সবাই জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সদর থানার ভারপ্রাপ্ত কবর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন বৈঠক থেকে জামায়াতের মহিলা সংস্থার ১১ জনকে আটক করেছে