বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

লক্ষ্মীপুরে আবারো পোশাকের দোকানে জরিমানা : খুশি সাধারন ক্রেতারা

স্টাফ রিপোটার:লক্ষ্মীপুর শহরে আবারো ৩টি পোশাকের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ওই বিপণী বিতানগুলোতে দ্বিগুণের বেশী লাভে পোশাক বিক্রয়ের অভিযোগে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ব্যবসায়ীদের গলাকাটা লাভের উপর লক্ষ্য রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় খুশি সাধারন ক্রেতারা।
আজ বুধবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামানের নেতৃত্বে ও সহকারী কমিশনার (সদর ভূমি) সমর চন্দ্র বসাকের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, ক্রেতা সাধারনের অভিযোগের বিত্তিতে শহরের চকবাজারে অভিযান চালিয়ে বিপণী বিতান নকশী প্লাস ৩০ হাজার, লেকমী ১০ হাজার, মুডঅন দোকানের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে ২৩ জুন বিকেলে দ্বিগুণ লাভে পণ্য বিক্রির দায়ে মুডঅন ও লেকমী বিপণী বিতানে জরিমানা করা হয়। ওই সময় তাদের ভোক্তার অধিকার আইন মেনে পণ্য বিক্রির জন্য সর্তক করা হলেও তারা তা মানেনি।
এদিকে ঈদ বাজারে পোশাকের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান ক্রেতা সাধারণের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। ঈদ বাজার সহনীয় রাখতে জেলা শহরের অপর দোকানগুলোতেও একইভাবে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা

সর্বশেষ খবর

BN