নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগতিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক যোগদান করেন।
শনিবার (২৯শে সেপ্টেম্বর) সন্ধ্যা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলীর নিকট থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
মোহাম্মদ রফিকুল হক এর আগে লাকসাম উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।তারও আগে তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে ২০১১ সালে মাদারিপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলীকে কুমিল্লা জেলার হোমনা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে হিসেবে বদলি করা হয়েছে।