বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

যৌথতাই ছিল রবীন্দ্রনাথ নজরুলের সৃষ্টির মর্ম

বাংলা সাহিত্যের ইতিহাস মানে ঝাঁকে ঝাঁকে উড়ে চলা আলো জ্বলা জোনাকি। লাল নীল দীপাবলিও বলতে পারি একে। একেক পর্বে আসেন একেক কীর্তিমান। যাদের সৃষ্টিতে আমরা মেতে থাকি মোহিত হয়ে। পরের পর্বে হয়তো আসেন আরেক সৃষ্টিমান। যার লেখনীতে আপ্লুত হয়ে আমরা পূর্বের সঙ্গে সেতুবন্ধন গড়ে তুলি। এ এক বহমান নদী। তাতে বয়ে চললে মিলে যায় ঘাটে ঘাটে আনন্দ মেলা। সাহিত্যের ধারাই এমন। সব ভাষার মতো বাংলা ভাষাও এর ভিন্ন নয়। যদি নতুন না আসে, তবে তো ক্ষরা হবে। জরা ধরবে। বাঁধ তৈরির তৎপরতা চলবে। সাহিত্য তাই স্রোতময় নদীর মতন।

বাংলা সাহিত্যের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব রূপে গ্রাহ্য রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন ১৮৬১ সালে। এর পরেই আরেক দিকপাল খ্যাত কাজী নজরুল ইসলামের আগমন ১৮৯৯ সালে। সাহিত্য থেকে সমাজের প্রতিটি স্তরের বিনির্মাণে বাঙালি আজও ঋণী এই দু’জনের কাছে। তারা ছিলেন নতুন যুগের বার্তাবাহী। উজ্জীবনের শক্তিধারী। দু’জনকেই বলা যায়, রেনেসাঁর পথ প্রদর্শক।

সর্বশেষ খবর

BN