বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

বেশিরভাগ ব্যবহারকারী সিইও হিসেবে ইলন মাস্ককে চান না

৫৮ শতাংশ টুইটার ব্যবহারকারী ইলন মাস্ককে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে চান না। সোমবার এই যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে এ মতামত জানান।

এর আগে টুইটার ব্যবহারকারীদের ভোটের মাধ্যমে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলেন ইলন মাস্ক। এরপর আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টা ২০ মিনিটে এক টুইট পোস্টে তিনি জানতে চান, সিইওর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত কি-না। ওই পোস্টে তিনি এই ঘোষণাও দিয়েছিলেন, মতামত জরিপে যে ফল আসবে, তা মেনে নেবেন। খবর বিবিসির

ইলন মাস্কের টুইটার হ্যান্ডেলে অনুসারী রয়েছেন ১২ কোটি ২০ লাখ। সোমবার সন্ধ্যায় দেখা যায়, ১ কোটি ৭৫ লাখ ভোট পড়েছে ওই জরিপে। এতে ৫৭ দশমিক ৫ শতাংশ টুইটার ব্যবহারকারী সিইওর পদ থেকে ইলন মাস্কের সরে দাঁড়ানো উচিত বলে রায় দিয়েছেন। তবে এই জরিপের ফলাফলের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিনি।

টুইটার ছাড়াও ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর প্রধান। গত ২৭ অক্টোবর ৪৪ বিলিয়ন ইউএস ডলারে টুইটার কিনে নিয়েছেন তিনি। এর পরই থেকে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিদায় করেছেন। তাকে নিয়ে প্রতিবেদন করায় সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধ করেও দিয়েছিলেন মাস্ক। যদিও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন সংস্থার সমালোচনার মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। এমন কিছু বিতর্কিত পদক্ষেপের পর তার প্রতিষ্ঠান টেসলার শেয়ারের মূল্য কমছে। এই পরিস্থিতিতে টুইটারের সিইও পদ থেকে সড়ে দাঁড়াবেন কি- না, সেই বিষয়টি জানতে চান তিনি। তবে প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করলেও টুইটারের মালিক হিসেবে থাকতে পারেন তিনি।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগবিষয়ক বিশেষজ্ঞ গ্রে ব্ল্যাক এক টুইট বার্তায় লিখেছেন, এই জরিপের ফল উপেক্ষা করা কঠিন। টুইটারে তিনি দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব ছাড়তে টেসলার পরিচালনা পর্ষদ থেকে তাঁর ওপর চাপ রয়েছে।

সর্বশেষ খবর

BN