শুক্রবার, জানুয়ারি 24, 2025

বিএমজিটিএ এর চন্দ্রগঞ্জ থানা কমিটির সম্মেলন

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব( চন্দ্রগঞ্জ থানা) এর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।  ৫ জুলাই  রবিবার যাদৈয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বিকেল ৩ টায় সম্মেলন শুরু হয়। অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বিএমজিটিএ জেলা সভাপতিওসহকারি অধ্যাপক ভবানি গঞ্জ ফাজিল মাদ্রাসা, মোহাম্মদ আলী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক, প্রভাষক ও বিভাগীয় প্রধান জনাব ফিরোজ আলম। বক্তব্য রাখেন জেলা নেতা মুনির স্যার খিলবাইচা ফাজিল মাদ্রাসা, জকি উদ্দিন বসিকপুর কামিল মাদ্রাসা, আব্দুল মতিন দত্তপাড়া আলিম মাদ্রাসা,  শাহাদাত উল্লাহ যাদৈয়া ফাজিল মাদ্রাসা, শাহাদাত হোসেন আরজু মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া,  শাহাদাত হোসেন সবুজ ভবানি গঞ্জ ফাজিল মাদ্রাসা,  কাজি হাবিবুর রহমান ভবানি গঞ্জ ফাজিল মাদ্রাসা, সদর উপজেলা পশ্চিম এর সভাপতি  পিন্টু স্যার বিএসসি, লক্ষীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা ও সেক্রেটারি জামাল উদ্দিন, বসিকপুর কামিল মাদ্রাসা, কমল নগর উপজেলা সভাপতি  আবুল কাশেম, রায়পুর উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন।

সম্মেলন শেষে যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক কামাল হোসেনকে সভাপতি ও তিতারকান্দি ফাজিল মাদ্রাসার শিক্ষক সাজ্জাদুর রহমানকে সেক্রেটারী করে  ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

সর্বশেষ খবর

BN