বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর হাতে ২ ফিলিস্তিনি নিহত

দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর হাতে দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। খবর: আলজাজিরা’র।

ইসরায়েলি বাহিনীর হাতে এ বছর প্রথম নিহত হওয়া ফিলিস্তিনির নাম মোহাম্মদ হোশিয়েহ এবং ফুয়াদ আবেদ। এ ঘটনায় অপর তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

জেনিনে গত ১৪ সেপ্টেম্বর ইসরায়েলি সামরিক বাহিনীর চেকপয়েন্টে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় ফিলিস্তিনিরা। সে সময় এক ইসরায়েলি সেনা সদস্যকে হত্যা করা হয়। নিহত সেই দুই ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিতে গতকাল রোববার রাতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ অভিযানে নতুন করে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

২০২২ সালে দখলকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুসালেমে ৩০ শিশুসহ অন্তত ১৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এক বছজরে আরও ৯ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

সর্বশেষ খবর

BN