রবিবার, ফেব্রুয়ারি 2, 2025

নির্বাচনে যাবে কি-না, দুই দিনের মধ্যে জানাবে ২০ দল

ঢাকা:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি-না তা আগামী দুইদিনের মধ্যে জানাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার (১০ নভেম্বর) রাতে জোটের অন্যতম শরিক দল এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে

তিনি বলেন, জোট নেত্রী খালেদা জিয়াসহ সাত দফা দাবির কোনোটাই পূরণ করা হয়নি। আমরা আবারো বলছি, একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে এসব দাবি মেনে নিন।

নির্বাচন কমিশন (ইসি) বলেছে, জোটগত নির্বাচন করতে হলে ১১ নভেম্বরের মধ্যে চিঠি দিয়ে জানাতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, আমরা ইসিকে ২ ভাবেই চিঠি দিবো, যাতে সময় বাড়ানো হয়। সেক্ষেত্রে যদি ২০ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে অনেকে ধানের শীষে নির্বাচন করবেন, আবার কেউ কেউ নিজের দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন।

বৈঠকে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ছাড়াও জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহীম, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের (একাংশ) সভাপতি শাওন সাদিক, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান অ্ডযাডভোকেট আব্দুর রকিব, জমিয়তে ওলামায়ে ইসলাম মহাসচিব নুর হোসেন কাসেমী, এনডিপি চেয়ারম্যান অাব্দুল মোকাদ্দিম, জমিয়তের নির্বাহী সভাপতি মুফতি ওয়াক্কাস, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ডেমোক্র্যাটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, ইসলামী পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

BN