ম্যাচটি ছিল ইউক্রেনের দল ডায়নামো কিয়েভের সঙ্গে তুরস্কের দল ফেনারবাচের মধ্যে। সেই ম্যাচ চলার সময় পুতিনের নামে জয়ধ্বনি দেওয়া হয়। তারপরই নড়েচড়ে বসেছে ফুটবল-বিশ্ব। নিন্দায় মুখর অনেকে। তদন্ত করে দেখা হচ্ছে, কারা এই স্লোগান দিয়েছে। উয়েফা-র শৃঙ্খলারক্ষা কমিটি তুরস্কের ক্লাবের বিরুদ্ধে এই তদন্ত করছে।
তুরস্কের ক্লাব প্রথম গোল খাওয়ার পর এই জয়ধ্বনি শোনা যায়। শেষপর্যন্ত ডায়নামো কিয়েভ ২-১ গোলে ম্যাচটি জেতে।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরই উয়েফা ও ফিফা সিদ্ধান্ত নিয়েছে, তাদের কোনো প্রতিযোগিতায় রাশিয়া বা তাদের কোনো টিম অংশ নিতে পারবে না।
ডায়নামো কিয়েভের প্রতিক্রিয়া
ক্লাবের হেড কোচ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে আসেননি। পুতিনের নামে স্লোগানের পর তিনি ওই সাংবাদিক সম্মেলন বয়কট করেন।
তুরস্কের মিডিয়াকে দেওয়া একটি বিবৃতিতে তিনি বলেছেন, “আমি এই ধরনের পুতিন-ভজনা প্রত্যাশা করিনি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও দেখার পর অনেকের প্রতিক্রিয়া হলো, তুরস্কের দলকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা উচিত।