বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

তারেক রহমানের সহধর্মীনির জন্মদিন : নন্দীগ্রামে দুই প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনি ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বুড়ইল গ্রামে সাংসদের বাসভবন চত্বরে পঙ্গু ও বৃদ্ধ প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। প্রতিবন্ধীরা হলেন- ওমরপুর পশ্চিমপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী মোছা. সৈতন এবং উপজেলার মাটিহাস গ্রামের মৃত মন্ডলের ছেলে মজনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, বাচ্চু মিয়া, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন বুলু, হাসেন আলী, শফিকুল ইসলাম, মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।

সর্বশেষ খবর

BN