ঢাকা:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে শনিবার (৩ নভেম্বর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান এ তথ্য টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ৩ নভেম্বর বিকেল তিনটায় কমিশন বৈঠক ডাকা হয়েছে। এতে নির্বাচন নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা করা হবে।
তফসিল ঘোষণার বিষয়ে কোনো আলোচনা হবে কি-না এমন প্রশ্নের জবাবে মোখলেছুর রহমান বলেন, হতে পারে।
চূড়ান্ত হলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
২০১৪ সালের ২৯ জানুয়ারি প্রথম অধিবেশন শুরু হয়। সেই হিসেবে দশম জাতীয় সংসদের মেয়াদ পূর্তি হচ্ছে ২০১৯ সালের ২৮ জানুয়ারি।
সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদপূর্তির আগেই নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বাধ্য নির্বাচন কমিশন। সে অনুসারে, নভেম্বরের প্রথম দিকেই তফসিল দিয়ে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা করছে সংস্থাটি।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে ৩১ অক্টোবর আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। এরপর ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি অবহিত করবে কমিশন।