জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নারীদের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ প্রতিনিধিরা।
শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানায় গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটি। কমিটির সভা প্রধান শামীমা আক্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সদস্য তামান্না রহমান, মাসুদা ফারুক রত্না, মঞ্জু আরা বেগম, মোস্তফা কামাল আকন্দ ও সৈয়দ আমিনুল হক প্রমুখ।
বক্তারা বলেন, লবণাক্ততার কারণে উপকূলে নারীর গর্ভপাত বেশি হচ্ছে। দীর্ঘমেয়াদী চিকিৎসা করানোর মতো অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় বেশির ভাগ প্রান্তিক নারী জরায়ু কেটে ফেলাকেই স্থায়ী সমাধান মনে করছেন। এমন বাস্তবতায় এ অঞ্চলের মানুষের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া জরুরি।