রবিবার, ফেব্রুয়ারি 2, 2025

চট্টগ্রামে জনসভা করার অনুমতি পেল জাতীয় ঐক্যফ্রন্ট

আগামী রবিবার চট্টগ্রামের কাজীরদেউড়িতে অবস্থিত বিএনপির মহানগর কার্যালয়ের সামনে জনসভা করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান গণমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, শর্তসাপেক্ষে জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপির কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন সড়কের এক পাশ পর্যন্ত ব্যবহার করে জনসভা করার অনুমতি দেয়া হয়েছে। বিকাল ৫টার মধ্যে তাদের সমাবেশ শেষ করতে হবে।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে।

তবে শুক্রবার মহানগর পুলিশ ঐক্যফ্রন্টকে লালদীঘি ময়দান ব্যবহারের অনুমতি না দিয়ে বিএনপি কার্যালয়ের সামনে অনুমতি দেয়।

এর আগে গত বুধবার সিলেটে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।

সর্বশেষ খবর

BN