কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুুল হাসান, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ শামছুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা এ্যাডভোকেট আনোয়ারুল হক, হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোছাইন ফারুকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, উপজেলা জেএসডি সাধারন সম্পাদক শাহাদাত হোসেন নিরব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিক উদ্দিন, উপজেলা ভাইস চেয়াম্যান হুমায়ুন কবির, সুপার হাবিবউল্যাহ বাহার, কমলনগর প্রেসক্লাব সভাপতি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।