কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে যায়যায়দিন পত্রিকার ১১তম জন্ম দিন পালিত হয়। সোমবার বিকেল ৪টা কমলনগর প্রেস ক্লাবে ফ্রেন্ডস ফোরামে আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমলনগর প্রেস ক্লাব সাধারন সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার কমলনগর প্রতিনিধি মো: ওয়াজি উল্যাহ জুয়েল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট সৈয়দ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন ৭নং চর জাঙ্গালীয়া ইউনিয়ন চেয়াম্যান মো: নিজাম উদ্দিন, কমলনগর প্রেসক্লাব সভাপতি এম এ মজিদ, জেএসডি উপজেলা সাধারন সম্পাদক শাহাদাত হোসেন নিরব। আরও উপস্থিত ছিলেন কমলনগর বিভিন্ন পত্রিকার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক গন্যমান্য ব্যাক্তিবর্গসহ যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডম ফোরামের সদস্যবৃন্দ। সভা পরিচালন করেন মানবজমিন কমলনগর প্রতিনিধি ইউসুফ আলী মিঠু। পরে কেক কেটে শুভ জন্মদিন পালিত হয়।