কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের ৯ দিন পর মাকছুদুর রহমান (২৫) নামে এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৬ জুন) দুপুর ১২ টার দিকে লরেন্স বাজারের পাশে চর জাঙ্গালীয়া ইউনিয়ন ভুমি অফিসের পিছনে তহশিলদার সানা উল্যার বাড়ির সেফটিটাংকি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাকছুদ চর লরেন্স ইউনিয়নের এনায়েত উল্যার ছেলে।
নিহতের পালক পিতা জানান, গত ২৮ মে শনিবার রাতে মাকছুদ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কমলনগর সহকারী পুলিশ সুপার (সদর) মো: জ্নুায়েদ কাউসার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে ওই যুবককে হত্যা করে লাশ গুম করা হয়েছে। পুলিশ অনুসন্ধান চালিয়ে মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে