বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

কমলনগরে চর মার্টিন ইউনিয়নের বাজেট ঘোষনা

ইসফাকুল হোসাইন : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪নং চর মার্টিন ইউনিয়নের ২০১৬-২০১৭ অর্থ বছরে ৯৩ লক্ষ ৮২ হাজার ১শত টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক পরিচ্ছন্নতা স্যানিটেশন ও নিরাপদ পানি সরবরাহ, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্চায়সহ বিভিন্ন ব্যয় খাত ধরা হয়েছে।
রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে সুধী ও নাগরিক সমাবেশে ৪নং চর মার্টিন ইউনিয়ন চেয়ারম্যান ডা: আলী হোসেন এ বাজেট ঘোষনা করেন।
৪নং চর মার্টিন ইউনিয়নের সচিব আবদুজ জাহেরের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াসের নির্বাহী পরিচালক ডা: আনোয়ার হোসেন, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মুকবুল আহমদ, ওমর ফারুক, মাকসুদুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর

BN